বিনােদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের অভিনয় ক্ষমতা নিয়ে কেউ কোনও প্রশ্ন করার উপায়ই নেই। কারণ তার সৌন্দর্য, অভিনয় ক্ষমতা সবকিছুই প্রশ্নাতীত প্রশংসনীয়। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গিয়েছে ছবিতে বিপজ্জনক দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে তিনি যথেষ্ট সাহসী ও সাবলীল।
কিন্তু তেমন এক অভিনেত্রীকে যখন কোনো ছবির শ্যুটের সময় পরিচালকের পক্ষ থেকে বডি ডবল ব্যবহার করার জন্য চাপ দিয়ে থাকেন। (বডি ডবল মূলত বিপরীত অভিনেত্রী, যিনি কিনা বিপজ্জনক দৃশ্যগুলোতেই প্রধান নায়ক-নায়িকার চরিত্রে অভিনয়ের কাজ করে থাকেন।) পরিচালকের পক্ষ থেকে বডি ডবল ব্যবহার করার জন্য খুব চাপ দেয়া হয় আর তখন রেগে যান কঙ্গনা।
কঙ্গনার মনে যতবড় বিপদজ্জনক দৃশ্যই হোক না কেন তিনি তা করতে পারবেন। একটা বিষয় স্পষ্ট কঙ্গনা শ্যুটিংয়ে বডি ডবল ব্যবহারে আগ্রহী নন। তার স্পষ্ট প্রশ্ন বডি ডবল এমন কি করতে পারেন, যা তিনি পারবেন না?
০৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই