বিনোদন ডেস্ক : কলকাতর অনেক অভিনেতাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেছেন। তাপস পাল, প্রসেনজিৎ থেকে শুরু করে বর্তমানের সোহম, ওম অঙ্কুশ রয়েছেন এ তালিকায়। কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি দেব ও জিৎকে। তবে এবার জিৎ শুরু করছেন যৌথ প্রযোজনার ছবি।
সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’তে। এখানে তার বিপরীতে রয়েছেন নুসরাত ফারিয়া।
এদিকে এতদিন যৌথ প্রযোজনার ছবিতে জিৎকে দেখা না গেলেও বাংলাদেশে কিন্তু তার ভক্ত সংখ্যা অনেক। যার ফলে কলকাতায় শুক্রবার তার ছবি মুক্তি পেলে সোমবারের মধ্যেই পাইরেসি হয়ে বাংলাদেশে ডিভিডি চলে আসে।
সুতরাং বাংলাদেশে জিতের চাহিদা অনেক। আর তাই হয় তো যৌথ প্রযোজনার ‘বাদশা’ ছবিতে তাকে কোটি টাকারও বেশি পারিশ্রমিক দেয়া হচ্ছে! তবে অবাক করার বিষয় হচ্ছে, এতটা পারিশ্রমিক জিৎ কলকাতাতেও পান না।
৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন