বিনোদন ডেস্ক : পুরো বিশ্ব মাত করেছিল শাকিরা তার ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে। ফিফা বিশ্বকাপ উদ্বোধনের দিন তার গাওয়া সেই গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, পুরো বিশ্ব এক নাগারে তাকে চিনে নেন। এমনকি সে গান দিয়েই সারিক বিশ্ব সংগীতে পেয়েছেন আকাশচুম্বী সফলতাও।
এবার সেই ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা নতুন গান নিয়ে আসছেন। যা শুনে যে কেউ-ই মাত হবেন। আর গানের সাথে তো থাকছে তার শরীর দোলনা ও বেলি ডান্স।
জানা গেছে, জেরার পিকে-র সঙ্গে মন দিয়ে সংসার করার সঙ্গে তিনি গানকে ভোলেননি। ওয়াল্ট ডিজনি-র পরবর্তী ছবি 'জুটোপিয়া'-তে শাকিরার গান শুনে আপনিও বলে উঠতে পারেন 'I Wanna Try Everything'।
৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন