শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ১২:১৭:৫৯

প্রথমবার একইসঙ্গে একই ছবিতে ঐশ্বরিয়া ও কাজল

প্রথমবার একইসঙ্গে একই ছবিতে ঐশ্বরিয়া ও কাজল

বিনোদন ডেস্ক :  একদিকে কাজল, অন্যদিকে ঐশ্বরয়িা বলিউড পর্দা কাঁপিয়েছিলেন প্রায় একই সময়ে। সমসাময়িক তারকা তারা দু'জনই। কিন্তু মাঝে অনেকটা সময় তারা দু'জনই ছিলেন পর্দার বাইরে। তবে নতুন করে আবারও তারা ফিরে এসেছেন। বয়সও তাদের কম হয়নি। তাতে কি? এখনও তারা ধরে রেখেছেন নিজেদের গ্লামার।

এদিকে এতদিন তারা বলিউডে কাজ করলেও কখনো তাদেরকে এক সাথে একই ছবিতে দেখা যায়নি। তবে এবার খবর শোনা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় এই দুই অভিনেত্রীকে একই সাথে একই ছবিতে প্রথমবারের মত দেখা যাবে।

প্রখ্যাত বলিউড নির্মাতা করন যোহরের আসন্ন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর কাজ চলছে পুরোদমে। ছবিতে মূল চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা রনবীর কাপুর ও আনুশকা শর্মা।

কিন্তু অল্প সময়ের জন্য হলেও ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া রাই, এমন কথা শোনা গিয়েছিল আগে থেকেই। তার অভিনয়ের বিষয়টি তাই পাকাপোক্তও। আর এবার শোনা যাচ্ছে, করনের ওই ছবিতেই ঐশ্বরিয়ার মতই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী কাজলও!

করন যোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে ভারতীয় শীর্ষস্থানীয় দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়েছে যে, তারকা সমৃদ্ধ সিনেমা হতে যাচ্ছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এরইমধ্যে বিভিন্ন তারকাদের নিয়ে গুরুত্বপূর্ণ অংশের কাজও সম্পন্ন হয়েছে। তবে ছবির কিছু পোর্শন এখনো বাকি আছে। আর সেখানেই অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী কাজল।
৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে