বিনোদন ডেস্ক : অবশেষে এই বৈশাখেই ঝড় তুলতে ঢাকায় আসছেন বলিউড বেগম কারিনা কাপুর খান। সব কিছু ঠিকঠাক থাকলে বৈশাখেই তিনি ক্লিন ঢাকা কনসার্ট উইদ বলিউড কুইন অ্যান্ড এ জে' শিরোনামের এ মেগা কনসার্টের মঞ্চে উঠবেন।
এর আগে ১২ ফেব্রুয়ারি ঢাকায় একই কনসার্টে উপস্থিত থাকার কথা ছিল কারিনা কাপুরের। নিরাপত্তার কথা বিবেচনা করে সে তারিখটি বাতিল করা হয়েছিল। কনসার্টটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম হওয়ার কথা ছিলো।
এদিকে ক্লিন ঢাকা কনসার্ট উইদ বলিউড কুইন অ্যান্ড এ জে' শিরোনামের এ মেগা কনসার্টের মুল আয়োজক অন্তর শোবিজ এর জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, সব ঠিক থাকলে এই বৈশাখেই (এপ্রিল) কারিনার নাচে ঝড় উঠবে ঢাকার মঞ্চে।
অন্তর শোবিজের প্রধান স্বপন চৌধুরী বাংলা জানিয়েছেন, ‘আমরা এপ্রিল মাস ধরে এগুচ্ছি। আশা করি, এবার আর সমস্যা হবে না।’
কারিনার সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নিয়মিতই যোগাযোগ রাখছি। আসলে তিনি অনেক ব্যস্ত তারকা। হুট করে একটি তারিখ বের করা তার পক্ষে সম্ভব নয়। তিনি যে তারিখ দেবেন, সেটাতেই কনসার্ট করা হবে। আশা করি, সেটা এই বৈশাখেই হবে।’
এ কনসার্টে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক অনন্ত জলিলও থাকবেন। পুরনো তালিকা হিসেবে আরও যোগ দেওয়ার কথা ভারতীয় শিল্পী কণিকা কাপুর ও জাবেদ আলীর।
৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন