শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ০২:০৬:৪৮

যে কারণে দুবাইয়ে নিষিদ্ধ হলো সানি লিওনের কনসার্ট

যে কারণে দুবাইয়ে নিষিদ্ধ হলো সানি লিওনের কনসার্ট

বিনোদন ডেস্ক : সব রকম প্রস্তুতিই শেষ। কনসার্টের টিকেটও বিক্রি হয়েছে ৭ হাজার। আর এ কনসার্টটি হওয়ার কথা আগামী সপ্তাহে দুবাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়। কিন্তু শেষ মুহূর্তে এ কনসার্টটি নিষিদ্ধ করজা হয়েছে। কেন?

কারণ কনাসার্টটি বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিেনের। আর তাই দুবাই সরকার অশ্লীলতা রোধে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলেই জানা গেছে।

সানি লিওন ছাড়াও প্রায় সাড়ে তিন ঘণ্টার এ অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ছিল কমেডিয়ান সুনীল পাল, ড্যান্সার নির্মল তামাং এবং পপ স্টার হিমল।

সানি লিওনকে মূল আকর্ষণ রেখে কনসার্টটি আয়োজন এবং প্রচারণার পূর্বে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সকল প্রকার অনুমতি নিয়েছিলেন বলে দাবী করেছে আয়েজক অরুন ভ্যালে এন্টারটেইনমেন্ট।

অথচ দুবাই সরবার সম্প্রতি আয়োজকদের ডেকে বলা হয়, সানি লিওন থাকলে এই কনসার্টের অনুমতি কিছুতেই দেওয়া হবে না। অশ্লীলতা আটকাতেই নাকি সানিকে অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না।

এরপরই আয়োজকরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেন। পাশাপাশি যারা টিকেট কিনেছেন তাদের অর্থ ফেরতের ঘোষণাও দেন তারা।
৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে