বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানকে এ পর্যন্ত অনেক চরিত্রেই দেখা গেছে। ইতিমধ্যে শাহরুখ ভক্তরা তাকে ৬০ বছরের বৃদ্ধের চরিত্রে দেখেছেন। ৫০ বছর বয়সী শাহরুখকে দেখা গেছে কলেজে পড়ুয়া দিওয়ানার চরিত্রেও। এবার সেই শাহুরুখকে দেখা যাতে ২৩ বছরের যুবকের চরিত্রে! ভাবছেন কি করে সম্ভব?
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘যাবরা ফ্যান’ শিরোনামে একটি গান। এটি তার নতুন ছবি ‘ফ্যান’ এর গান। ইতিমধ্যে গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। তাছাড়া এই গানটি ভারতের ছয়টি ভাষায় ডাবিং করে ইউটিউবে ছেড়েছেন শাহরুখ।
এদিকে গত সপ্তাহে এই ছবির ট্রেইলার ও নতুন একটি পোস্টারও প্রকাশ হয়। ২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলারে দেখা মেলে শাহরুখ ভক্ত এক দুরন্ত ভক্তের। তবে অনেকে হলিউডের কোনোেএকটি ছবির সঙ্গেও নাকি মিল খুঁজে পেয়েছেন বলেও মন্তব্য করেন।
কিন্তু এসব সমালোচনাকে গায়ে মাখছে না শাহরুখ খান। তাইতো সবাই যখন ফ্যান ছবির ট্রেলার নিয়ে তর্ক-বিতর্কে ব্যস্ত তখনই হুট করে তিনি প্রকাশ করলেন তার ‘ফ্যান’ ছবির আরো একটি পোস্টার! যেখানে পাওয়া গেছে ২৩ বছরের শাহরুখ খানকে! অথচ তার বয়স কিন্তু এখন ৫০ পার হয়ে ৫১ এ পা দিয়েছেন।
৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন