শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ০৮:০১:১৭

ভাইয়ের সংসার জোড়া দিতে মালাইকাকে সালমানের ফোন

ভাইয়ের সংসার জোড়া দিতে মালাইকাকে সালমানের ফোন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা খান এবং অভিনেতা আরবাজ খানের বিবাহবিচ্ছেদের জল্পনা ঘিরে সরগরম বলিউড। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, এক অভিনেতার কারণেই দুজনের বিয়ে ভাঙতে চলেছে। জানা গেছে, দুজনের সম্পর্ক টিকিয়ে রাখতে উদ্যোগ নিয়েছেন আরবাজ খানের বড় ভাই বলিউডের ব্যাচেলর খান সালমান।

যদিও কয়েকদিন আগেই আরবাজ বলেছেন যে, তিনি তার স্ত্রী মালাইকার প্রতি সংবেদনশীল। মালাইকাকে হারানোর ভয় তার মনে রয়েছে।

আরবাজ আরো বলেন, প্রথমে মালাইকা সম্পর্কে তিনি এতটা সংবেদনশীল ছিলেন না। কিন্তু সময় সবকিছু বদলে দিয়েছে। যদিও মালাইকা আরবাজের এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেননি।

মালাইকার সঙ্গে টেলিভিশন শো ইয়ার মেরা সুপারস্টার-এ আরবাজ বলেছিলেন, এমন তো হয়। যখন কিছু আপনি পেয়ে যান, তখন তা হারিয়ে ফেলার ভয় থাকে। আমি মালাইকাকে ভালোবাসি। এবং এখন তাকে হারানোর ভয় পাই।

কিন্তু দুজনের সম্পর্ক ভাঙনের মুখেই বলে জোর জল্পনা চলছে। এরইমধ্যে সালমান মালাইকাকে ফোন করেন। Masala.com নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত খবরে এ কথা জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, ফোনে সালমান দীর্ঘ সময় ধরে কথা বলেছেন মালাইকার সঙ্গে। প্রতিবেদনে বলা হয়েছে, সালমান মালাইকাকে বলেন, ১৮ বছরের একটা সম্পর্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত ঠিক নয়।

আরবাজের সঙ্গে সম্পর্ক যাতে না ভাঙে এবং পুনোরায় এই সম্পর্কে মালাইকাকে ফিরে আসারও অনুরোধ করেছেন সালমান। যদিও আরবাজ ও মালাইকার বিয়ে ভাঙার খবর সম্পর্কে দুপক্ষ থেকেই কোনো খোলসা করা হয়নি। মালাইকা তো পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, এই দুই বলিউড তারকার সংসার অালো করে ২০০২ একটি সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয়েছে অরহান খান।
০৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে