বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টো এখন একটি আলোচিত নাম। বলিউডে তার আগম হয়েছিল 'স্লামডগ মিলেনিওর’ সিনেমাটির মাধ্যমে। আর এই ছবির মাধ্যমে বলিউডে নিজের উপযুক্ত জায়গা তৈরি করে নিয়েছেন ফ্রিডা। বর্তমানে 'জঙ্গল জঙ্গল পাতা চলা হ্যায়, চাড্ডি পহেনকে ফুল খিলা হ্যায়’। আর তার সাথে থাকছেন, বাঘিরা, ভালু, শের খান, আকিলা, তাবাকিসহ অনেকেই। সিলভার স্ক্রিন জয় করতেই এবার আসছে মোগলি।
তবে এই সিনেমায় মোগলিকে এবার দত্তক নেবেন ফ্রিডা। হ্যাঁ! ফ্রিডা পিন্টো ‘জঙ্গল বুক, অরিজিনস্’-এ মোগলির মা। ইংরেজ লেখক কিপলিঙের ‘দ্য জঙ্গল বুক’-এর সৌজন্যে অ্যানিমেশন বা নাটকে এত দিন দর্শকদের মাতিয়ে রেখেছিল মোগলি ও তার বন্ধুরা। এবার তারা আসছে বড় পর্দায়। সঙ্গে 'স্লামডগ মিলেনিওর’-এর লতিকাকে নিয়ে।
নায়িকার কথায়, ‘ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি দ্য জঙ্গল বুক পড়েছি। টিভি সিরিজও দেখেছি। শেষ পর্যন্ত এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে।’ ফ্রিডা আরো জানিয়েছেন, এটা এমনই একটা ছবি যে কোনো বয়সের মানুষ তা দেখতে পারবেন। এত দিন তার অভিনীত ছবি ছোটদের জন্য ছিল না। কিন্তু এই ছবিটি খুদে দর্শকরাও সমান এনজয় করবে।
০৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই