শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ০৯:৩৭:৪৫

জানেন, বিগ বস বাংলার নতুন সঞ্চালক কে?

জানেন, বিগ বস বাংলার নতুন সঞ্চালক কে?

বিনোদন ডেস্ক : বিগ বস। নামটা শুনলেই প্রথমে সেই চোখটার দৃশ্যই ভেসে ওঠে। দারুন জনপ্রিয় এই অনুষ্ঠাটি। আসলে এই জনপ্রিয়তার আরেকটি কারণ হলো বলিউড সুপারস্টার সালমান খান। এই শোটা যখন পর্দায় চলতে থাকে তখন অন্য সব অনুষ্ঠানের দিকে মানুষের নজর তেমনটা থাকেনা। এই জনপ্রিয় শো টাকে সালমান খান এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছেন তার কারণে এখন এটির বাংলাতেও শুরু হয়েছে।

তবে হিন্দির বিগ বসের পাশাপাশি এখন বাংলাতেও শুরু হলেও এই রিয়্যালিটি শোতে সালমান খানকে রাখা সম্ভব নায়। তাহলে এই শোটি কে পরিচালনা করবেন? এমন প্রশ্ন আসতেই পারে। তবে আপনি জেনে অনেক আনন্দিত হবেন যে আপনারই এক পছন্দের তারকা এই বিগ বস বাংলা রিয়্যালিটি শোটার সঞ্চালনা করবেন।

বিগ বস বাংলার সবে মাত্র একটা সিজন শেশ হয়েছে। আর সেই রিয়্যালিটি শোটা অনেক বড় ধরনের সাফল্য পায়। কারণ প্রথম সিজনে সঞ্চালনা করেছিলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু এবার শোনা যাচ্ছে সঞ্চালক বদলাতে চলেছে বিগ বস বাংলা।

বিগ বস বাংলার নতুন সঞ্চালক কে হবেন তা নিয়ে অনেকদিন ধরেই নানারকম জল্পনা চলছিল। অবশেষে শোনা যাচ্ছে বিগ বস বাংলার নতুন সঞ্চালক হতে চলেছেন নাকি টলিউড ‘হিরো’ জিৎ। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, টলিউডে জিতের খুবই চাহিদা রয়েছে। তাছাড়া তিনি সঞ্চালনাতেও যথেষ্ট সাবলীল। তাই আশা করা যাচ্ছে জিতের সঞ্চালনায় বিগ বস বাংলার দ্বিতীয় সিজনও বেশ জমজমাট হতে চলেছে।
০৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে