শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ১০:০৫:১৭

যে কারণে করণ জোহরের সব ছবিতেই থাকেন কাজল

যে কারণে করণ জোহরের সব ছবিতেই থাকেন কাজল

বিনোদন ডেস্ক : বলিউডের সফল পরিচালক করণ জোহরের অনেক ছবিতেই ক্যামিও চরিত্রে ইদানীং দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী কাজলকে। যাবে না-ই বা কেন! কাজলকে যে করণ নিজের ‘লাকি ম্যাসকট’ বলেই মানেন।

করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে কাজলকে। ছবির একটা গানেও দেখা যাবে তাকে। চরিত্রটা ক্যামিও হলেও বেশ গুরুত্বপূর্ণ। ছবিতে মূল চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, অানুশকা শর্মা এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। সাইফ আলি খান এবং ফওয়াদ খানকেও দেখা যাবে। করণের অনেক ছবিতেই ক্যামিও চরিত্রে ইদানীং দেখা গিয়েছে কাজলকে।
০৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে