বিনোদন ডেস্ক : ভারতের স্বাধীনতা দিবসে আগামী ১৫ই আগস্ট। আর এই দিনেই মুক্তি পেতে পারে বলিউড সুপারস্টার আমির খান অভিনীত সিনেমা ‘দঙ্গল’। শোনা যাচ্ছে, ওই দিনই মুক্তি পাওয়ার কথা হৃত্বিক রোশন অভিনীত ‘মহেঞ্জো দারো’। দুই মহাতারকার দুই ছবির মুক্তির দিন নিয়ে এখন জোর আলোচনা চলছে বলিউডে। তা হলে কি স্বাধীনতা দিবসে বক্স অফিসে-লড়াইয়ে নামবেন আমির-হৃত্বিক?
এমন জল্পনার কারণে কিন্তিু, আমির এবং হৃত্বিক দুজনের ফ্যানরাই অনেকটা আতঙ্কিত। আমির খানের ফ্যানদের দাবি, খ্রিস্টমাসে ছবির মুক্তিতেই আমির বিশ্বাসী। যদিও, ‘দঙ্গলের’ প্রোডাকশন টিম কিন্তু ছবি মুক্তি নিয়ে মুখে কুলুপ এঁটেছে। এখনো এই বিষয় নিয়ে কিছু বলতে রাজি নন তারা।
অন্যদিকে হৃত্বিক অভিনীত ‘মহেঞ্জো দারো’ স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে বলে প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এই ছবির গল্প ভালবাসাকে ঘিরে। আমির খান অভিনীত ‘দঙ্গল’-এর গল্প দেশপ্রেমের উপর। তাই বলিউডে জোর জল্পনা ‘দঙ্গল’ মুক্তি পাওয়ার আসল সময় স্বাধীনতা দিবস। তাহলে কি বক্স অফিসে এই বছর ‘আমির-হৃত্বিক’ ডুয়েল?
০৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই