বিনোদন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও অসুস্থ নন জয়া আহসান। তিনি চরিত্রের প্রয়োজনেই হাসপাতালে ভর্তি হয়েছেন। কলকাতার নির্মাতা অরিন্দম শীলের নতুন ছবি ‘ঈগলের চোখ’এর জন্যই তাকে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে।
চলতি সপ্তাহে কলকাতার সিটি হাসপাতালে শ্যুটিং অংশ নিয়েছিলেন ছবির কলাকুশলীরা। সেখানেই একটি কেবিনের বেডে অসুস্থ জয়া আহসােকে দেখা যায়।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্তর ওপর লেখা এ উপন্যাস ‘ঈগলের চোখ’। যা স্বনামেই চলচ্চিত্রটি তৈরি হচ্ছে।
জয়া ছাড়াও এতে থাকছেন কলকাতার একঝাঁক তারকা। এতে গোয়েন্দা শবরের চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। গল্পের প্রধান চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। তার স্ত্রী হিসেবে দেখা যাবে জয়াকে। তার চরিত্রের নাম শিবাঙ্গী।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার। ছবিটি প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস।
৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন