রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ১২:২৬:০৩

ভারতের টাইটানিক জুটি রণবীর ও দীপিকা

ভারতের টাইটানিক জুটি রণবীর ও দীপিকা

বিনোদন ডেস্ব : বর্তমান সময়ে বলিউডের মধ্যে সেরা জুটি হিসেবা বিবেচনা করা হয়ে থাকে রণবীর সিং ও দীপিকা পডুকোনকে। অনেকের কাছে এ জুটি ভারতের টাইটানিক জুটি হিসেবেও বিবেচ্য। এমন কি প্রিয়াঙ্কা চোপড়াও মনে করেন রণবীর-দীপিকাই সেরা।

প্রিয়াঙ্কা বলেছেন, ‘টাইটানিক’ সিনেমার ভারতীয় সংস্করণের জন্য একটি জুটিকে বেছে নিতে বলা হলে তিনি রণবীর-দীপিকাকেই বেছে নেবেন!

পিপল’স চয়েজ অ্যাওয়ার্ডসের লালগালিচায় প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করা হয়েছিল, ১৯৯৭ সালে নির্মিত বিশ্ব কাঁপানো ‘টাইটানিক’-এর ভারতীয় সংস্করণের জন্য কোন জুটিকে বেছে নেবেন? উত্তরে প্রিয়াঙ্কা রণবীর-দীপিকার কথাই বলেন। ৩৩ বছরের প্রিয়াঙ্কা এ জুটির সঙ্গে ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় সহঅভিনেত্রী ছিলেন।

প্রিয়াঙ্কার এ মন্তব্যে রণবীর-দীপিকা ভক্তরাও দারুণ খুশি। দুজনের রসায়নকে ভক্তরা ‘টাইটানিক’র প্রধান দুই চরিত্র জ্যাক ও রোজ হিসেবেই চিহ্নিত করছেন।
৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে