রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০১:০১:০২

আমির খানের ডিগবাজি!

আমির খানের ডিগবাজি!

বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। এ নিয়ে নানা ঝক্কি ঝামেলায় পরতে হয়েছে তাকে। শুধু তাই নয়, ঝামেলা এড়ানোর জন্য পরিবার নিয়ে দেশও ছেড়েছিলেন এই অভিনেতা।

এদিকে আমির খান এবার তার সেই অবস্থান থেকে ফিরে এসে মোদি সরকারের সাথে সমজতা গড়ে তুলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখনই বলিনি ভারত অসহিষ্ণু। আমার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। অসহিষ্ণুতা বাড়ছে এবং ভারত অসহিষ্ণু দুটি ভিন্ন কথা।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশ অনেক সহিষ্ণু। কিন্তু কিছু মানুষ এটিকে নষ্ট করার চেষ্টা করছে। এই বিশাল দেশকে কিছু কিছু মানুষ ভাঙতে চাচ্ছে। এমন লোক সব ধর্মেই আছে। একমাত্র মোদিজি এদের থামাতে পারবেন। কারণ মোদিজি আমাদের প্রধানমন্ত্রী। তাকে আমাদের এ বিষয়ে জানাতে হবে।’
৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে