রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৪:৫৬:৪২

অতীত ভুলে এলভিনে মজেছেন হৃদয় খান

অতীত ভুলে এলভিনে মজেছেন হৃদয় খান

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। তার বেশির ভাগ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গিয়েছিল  সাবেক স্ত্রী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানাকে। তবে এবার আর সুজানা নয়, তার গাওয়া গানের মডেল হিসেবে দেখা যাবে তাসনুভা এলভিনকে।

হৃদয় খান ও পড়শির গাওয়া ‘তুমি আমার’ শিরোনামের গানটিতে মডেল হিসেবে অভিনয় করছেন হৃদয়-এলভিন। কক্সবাজারের হিমছড়ি আর ইনানির সমুদ্রসৈকতে এর দৃশ্য ধারণের কাজ চলছে।

এস এ হক অলীক পরিচালিত ‘আরও ভালোবাসব তোমায়’ চলচ্চিত্রে এই গানটি ব্যবহার করা হয়েছিল। এবার নির্মিত হচ্ছে সেই গানের মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন- কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান।

পয়লা বৈশাখে ‘তুমি আমার’ গানের মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে। দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেল আর ইউটিউবসহ কয়েকটি ওয়েবসাইটে।
৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে