বিনোদন ডেস্ক : একটা কথা বলা হয় ছবি নাকি মানুষের মনের কথা প্রকাশ করে থাকে। এই কথাটি একদম সঠিক। তবে ক্যামেরায় বন্দি মুহূর্তের মানে অনেক সময় গোটা কাহিনিটাই বদলে দিতে পারে। মানুষের অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষ তার মনের কথা প্রকাশ পায়। তেমনি আমাদের প্রিয় তারকারাও সেই ভঙ্গিমার কিছু ছবি প্রকাশ পেল।
ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে একটি ছবি একেবারে বরবাদ হয়ে যেতে পারে। আর এক্ষেত্রে যিনি ছবি তুলছেন তিনি যেমন গুরুত্বপূর্ণ তেমনই যার ছবি তোলা হচ্ছে তিনি কিভাবে পোজ দিচ্ছেন সেটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর ক্যামেরার অ্যাঙ্গেল এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বলিউড তারকাদের মজার ছবি তা নাহলে ছবি খারাপ হয়ে যেতে পারে। আর এ বিষয়টি নিয়ে তিনি অনেক হাসির পাত্রতে পরিণত হতে পারেন। ঠিক এমনই কিছু হয়েছে বলিউড তারকাদের ক্ষেত্রেও। তাদেরও কিছু এমন ছবি ক্যামেরায় ধরা পড়েছে যা দেখে হেসে লুটিয়ে পড়ার মতো অবস্থা হতে পারে। কারণ তারাও তো মানুষ তাদের ও জীবনে হাঁসি খুশি রেয়েছে। আর সে কারণেই কথা বলার সময় তাদের এই অঙ্গভঙ্গির ছবিগুলো ধরা পড়েছে ক্যামেরায়।
এমনিতে ক্যামেরার সামনে সাবলীলভাবে ছবি তোলা তারকাদের যে সবসময়ই ভালো ছবি ওঠে তেমন নয়। এরা কোন রূপে ধরা দিয়েছেন ক্যামেরা শিকারীদের চোখে তা দেখে নিন একনজরে।
০৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই