রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৭:৩০:১০

চিটিং করার সুযোগ নেই ভারতের, খেলেই জিততে হবে : অভিনেতা খসরু

চিটিং করার সুযোগ নেই ভারতের, খেলেই জিততে হবে : অভিনেতা খসরু

বিনোদন ডেস্ক : বাংলা টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু এক কথা বলা চলে বাংলাদেশ ক্রিকেটের অন্ধ ভক্ত। বাংলাদেশের খালা মানেই যেন তার হার না মানা উত্তেজনা। এবারের এশিয়া কাপ নিয়েও তার সেই উত্তেজনার কোনো কমনি নেই। আজ এশিয়া কাপ ফাইনাল, কিন্তু শত চেষ্টা করেও টিকিট সংগ্রহ করতে পারেন নি তিনি। তাই শুটিংয়ের সব কাজ রেখে টিভি সামনে নিয়ে বসে খেলা দেখতে বসেছেন। আজকের ম্যাচটি নিয়ে তার মাঝে অনেক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

আজকের ম্যাচ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'গত বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যচে ভারত-বাংলাদেশের সাথে চিটিং করে হারিয়ে দিয়েছে। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম থেকে অশ্রু সিক্ত নয়নে বেরিয়ে এসেছিলো বাংলাদেশের টাইগার বাহিনী। মাঠ থেকে বিদায়ের কারণ যতটুকুনা ভারতীয় দলের তার ছেয়ে অনেক বেশি মাঠে থাকা তিন আম্পায়ারের। তবে এবারের খেলা মেলবাের্নে হচ্ছেনা। তা হচ্ছে ঢাকার মাটিতে সুতরাং এখানে খেলেই জিততে হবে কোনো প্রকার চিটিং চলবে না।

আজ মিরপুরে বাংলাদেশ বনাম ভারতের মাঝে এশিয়া কাপের ফাইনাল ম্যাট অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বৃষ্টির করণে এখন পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছেনা। কিন্তু ম্যাচটি নিয়ে দারুণ আশাবাদী ছিলেন অভিনেতা স্বাধীন খসরু। খেলা দেখার জন্য আজ কোন শুটিং কিংবা কাজও রাখেননি তিনি।
০৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে