বিনোদন ডেস্ক : এশিয়া কাপ ২০১৬-র ফাইনা ম্যাচ আজ মিরপুর শেরাবাংলা জাতীয় স্টেডিয়ামে হওয়ার কাথা বাংলাদেশ বনাম ভারতের মাঝে। কিন্তু কিছুখন আগেই বাঙালিদের আশার আলো নিভিয়ে আঁকাশ কালো করে শুরু হয় ঝড়-বৃষ্টি। আর তাই বৃষ্টির করণে ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছে। এদিকে টেনশনে রয়েছেন মাঠে উপস্থিত বাংলাদেশের রূপালি পর্দার তারকারা।
কখন খেলা শুরু হবে এমন টেনশন করতে করতে কফির কাপে চুমু দিতে থাকেন জনপ্রিয়
নায় ওমন সানি। এ ফাঁকে নিজের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন নায়ক সায়মন সাদিক। আর মাহি যেন কিছুই বুঝে উঠতে পারছেন না এখন কি করবেন? তাই নির্মাতা দেবাশিষ বিশ্বাসের সাথে গল্প শুরু করেদেন।
নিজের প্রিয় দল ফাইনালে গিয়েছে আর সে খেলা ঘরে বসে টিভিতে দেখবেন তা কি করে হয়? সে জন্যই প্রিয় তারকাদের জয় উল্লাস নিজের চোখেই দেখবে বলে মাঠে গিয়েছেন তারা। মাঠে দেখা গিয়েছে অভিনেতা মিশা সওদাগর, ওমর সানি, চিত্রনায়িকা মৌসুমী, মাহিয়া মাহি, চিত্রনায়ক সাইমন সাদিক এবং পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ আরো অনেকে।
উল্লেখ্য, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে খেলা শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ নিয়ে অনেক টেনশন করতে দেখা গিয়েছে মাঠে উপস্থিত তারকাদের অনেকেই।
০৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই