বিনোদন ডেস্ক : ঢাকায় আসছেন বিশ্ব সুন্দরী অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিশ্বখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ডের ৭৩০ লি মডেলের গাড়ি উদ্বোধন করতে তিনি ঢাকায় আসছেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন ২২ বছর বয়সী এই সুন্দরী।
দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন উর্বশী রাউতেলা।
বিএমডব্লিউ ব্র্যান্ডের সর্বাধুনিক সেভেন সিরিজের গাড়িটি উদ্বোধন উপলক্ষে ৭ মার্চ সোমবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ তথ্য জানান এক্সিকিউটিভ মটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ দেওয়ান সাজিদ আফজাল।
উর্বশী অভিনীত 'সনম রে' ছবিটি মুক্তি পায় গত মাসে। বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে ছবিটি। ২০১৩ সালে সানি দেওলের বিপরীতে 'সিং সাব দ্য গ্রেট' দিয়ে বলিউডে অভিষেক হয় তার।
২০১৪ সালে ইও ইও হানি সিংয়ের ভিডিও অ্যালবাম 'লাভডোজ'-এ দেখা গেছে তাকে। গত বছর 'ভাগ জনি' ছবির 'ড্যাডি মামি' শিরোনামের আইটেম গানে নেচেছেন উর্বশী রাউতেলা।
এখন তার হাতে 'মাস্তি' সিরিজের তৃতীয় ছবি 'গ্রেট গ্র্যান্ড মাস্তি'। ইন্দ্র কুমারের পরিচালনায় ছবিটিতে আছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। ছবিটি মুক্তি পাবে ২৫ মার্চ।
৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম