রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ১১:১৩:৪৫

মাশরাফি জানে কিভাবে জিততে হয় : আইয়ুব বাচ্চু

মাশরাফি জানে কিভাবে জিততে হয় : আইয়ুব বাচ্চু

বিনোদন ডেস্ক : এশিয়া কাপের ফাইনাল খেলতে মাঠে নামছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। রবিবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশ ১৫ ওভারে ১২০ রান করে ১২১ রানের লক্ষমাত্রা ছুড়ে দেয় ধোনিবাহিনীকে। টানটান উত্তেজনায় সকলে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণটি উপভোগ করার জন্য! কখন বাংলার দামাল ছেলেরা জয়ের ট্রপি নিয়ে উল্লাসে মেতে উঠবেন। আর সেই ক্ষণটির জন্য অপেক্ষা করছেন কিংবদন্তি গিটারিস্ট ও এলআরবি প্রধান আইয়ুব বাচ্চুও।

অন্য সবার মত তিনিও আশা করছেন বাংলাদেশ প্রথমবার এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। ম্যাচ নিয়ে তিনি প্রত্যাশা করেন, আজকের খেলার শেষ হাসি হাসবেন মাশরাফিই! তবে দূর্ভাগ্যক্রমে যদি বাংলাদেশ হেরেও যায়, তারপরও তিনি ভরসা রাখছেন মাশরাফির উপরই! তার মতে, মাশরাফি জানেন কিভাবে ম্যাচ জিতে নিতে হয়! আর আজকে যে সবাই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর, তাওতো মাশরাফির জন্যই!

আজকের ম্যাচ নিয়ে আশাবাদী পুরো জাতি। সবাই চাইছেন যাতে করে ভারতকে হারিয়ে এশিয়া সেরা হওয়ার গৌরব অর্জন করেন মাশরাফি বাহিনী। আইয়ুব বাচ্চু অন্য ম্যাচগুলোর মত আজকের খেলার জয় পরাজয়টির গুরুভার যথারীতি বাংলাদেশের অধিনায়ক মাশরাফির উপরই ছেড়ে দিচ্ছেন।

বাংলাদেশ জিতবে এমনটাই প্রত্যাশা করছেন আইয়ুব বাচ্চু। তার মতে, আমাদের অধিক প্রত্যাশা যেন মাশরাফি বাহিনীকে চাপ তৈরি না করে সে দিকটিও ভাবতে হবে সবাইকে। তাছাড়া মাশরাফি জানে কিভাবে জিততে হয়। সে যা করবে তাই মাথা পেতে নেবো। বাংলাদেশের ষোল কোটি মানুষের দোয়া থাকবে মাশরাফি বাহিনীর প্রতি।

বাংলাদেশের খেলোয়ারদের উৎসাহ দিতে আইয়ুব বাচ্চু গিটারে তোললেন বিখ্যাত গান ‘আমরা করবো জয়’ গানটির মুগ্ধকর টিউন। দুই মিনিট কুড়ি সেকেন্ডের ভিডিও টিউনটি দেশের ক্রিকেটার ও খেলা পাগল মানুষদের উদ্দেশে উৎসর্গ করার প্রসঙ্গে আইয়ুব বাচ্চু। তার মতে, সকাল বেলা কেন জানি হঠাৎ করে মনে হল বাংলাদেশের খেলোয়াড়দের উৎসাহ দেয়ার জন্য কিছু করার দরকার। আর তখনই গিটার নিয়ে ‘আমরা করবো জয়’-এর টিউনটা তোলে ফেললাম।
০৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে