বিনোদন ডেস্ক : সাধারণত শ্রীলঙ্কা বলতে আমরা বুঝি সাঙ্গাকারা-দিলশানদের দেশকে। ক্রিকেটের কারণেই শ্রীলঙ্কাকে মানুষ বেশি চেনে। কিন্তু এখানেও একটি চলচ্চিত্র শিল্প আছে। রয়েছে অভিনেতা ও অভিনেত্রী। এই দেশে রয়েছে থ্রিলারভিত্তিক ছবিটি পরিচালনা করে প্রশংসা পাওয়া চলচ্চিত্র পরিচালক চন্দ্রন রুত্নাম।
জনপ্রিয় বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কান হলেও মূলত তিনি মাত্র একটি লঙ্কান সিনেমায় অভিনয় করেছে। তার অভিনীত ছবিটি "অ্যাকর্ডিং টু ম্যাথু"। কিন্তু এছাড়া প্রতিবছর একাধিক দেশীয় সিনেমা মুক্তি পাচ্ছে শ্রীলঙ্কায়। সেই সব সিনেমা অভিনয়ে করে এখানো আলোচনা রয়েছে ৬ অভিনেত্রী: ছবি অনুযায়ী..
১. হিরুনি বান্দারা, ২. কাঞ্চনা মেন্ডিস, ৩. নাদিশা হেমামালি, ৪. শালানি তারাকা, ৫. শেষাদ্রী প্রিয়াসাদ, ৬. উদারি বর্ণাকুলাসুর্যা।
৭ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস