বিনোদন ডেস্ক : সেন্সর বোর্ডের গ্রীন সিগন্যাল পেলেই বাংলাদেশের গুণী অভিনেতা হুমায়ূন ফরিদীকে আবারও বড়পর্দায় নতুন করে দেখতে পাবে তার দর্শক ও ভক্তরা। আর তা খুব তাড়াতাড়িই হবে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, মৃত্যুর বছর দেড়েক আগে উত্তম আকাশের পরিচালনায় 'এক জবানের জমিদার, হেরে গেলেন এবার' শিরোনামের একটি চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন হুমায়ুন ফরীদি। ডাবিংসহ অন্যান্য কাজ শেষ হলেও, ২০১১ সালে প্রযোজক নাজিম উদ্দিন চেয়ারম্যানের মৃত্যুর কারণে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। তবে আশার কথা হলো, হুমায়ুন ফরীদির মৃত্যুর চার বছর পর সব আনুষ্ঠানিকতা শেষ করে চলতি সপ্তাহেই সেন্সরে যাচ্ছে 'এক জবানের জমিদার, হেরে গেলেন এবার'।
২০০৯ সালের শেষ দিকে মহরতের মাধ্যমে শুরু হয়েছিল এ ছবির নির্মাণকাজ। মূলত হুমায়ুন ফরীদিকে কেন্দ্র করেই ছবির গল্প লেখা হয়েছিল। এতে তিনি একজন জমিদারের চরিত্রে অভিনয় করেন। ২০১০ সালে ছবির শুটিং শেষ হলেও, মুক্তির আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রযোজক নাজিম উদ্দিন চেয়ারম্যান মারা যান। অন্যদিকে ছবির ডাবিং শেষ করার পর ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মারা যান অভিনেতা হুমায়ুন ফরীদি। ফলে মুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন নির্মাতা।
এদিকে গেল বছরের শেষ দিকে প্রযোজকের পরিবারের উদ্যোগে ছবিটির মুক্তি নিয়ে তোড়জোড় শুরু হয়। শেষ পর্যন্ত আলোর দেখা মিলেছে। সব কাজ শেষ, চলতি সপ্তাহেই সেন্সরে যাচ্ছে 'এক জবানের জমিদার, হেরে গেলেন এবার'।
উত্তম আকাশ বলেন, 'প্রযোজকের মৃত্যুর কারণে ছবিটি এত দিন মুক্তি দিতে পারিনি। অবশেষে আমরা সব কিছু ঠিকঠাক করে ফেলেছি। সেন্সর ছাড়পত্র পেলেই মুক্তির প্রক্রিয়া শুরু করব।'
তিনি আরো বলেন, 'ছবিটি মুক্তির বিষয়ে কয়েকটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা হয়েছে। কারণ টিভিতেই ছবিটির প্রিমিয়ার করতে চায় প্রযোজকের পরিবার।'
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন