বিনোদন ডেস্ক : সালমান খানকে নিয়ে কোন মন্তব্য করার আগে অন্তত দশবার ভাবা উচিৎ বলে মনে করেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। সালমান খানের হাত ধরেই বলিউডে যাত্রা শুরু করেন ডেইজি শাহ।
তাই হয়তো সালমান সম্পর্কে কিছু বলার আগে বেশ সচেতনতা অবলম্বন করেন তিনি! সেজন্যই তিনি দাবী করেছেন, এমনটা অন্য কেউ না ভাবলেও আমি ভাবি।
ডেইজি বলেন, যে যাই বলুক তারকাছে সালমান শ্রদ্ধার মানুষ। প্রচন্ড স্নেহ করেন তাকে। আর তাই সালমান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমি যখন সালমান সম্পর্কে কিছু বলতে চাই তখন মুখ খোলার আগে অন্তত দশবার ভাবি।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন