বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসু সামনেই বিয়ে করবেন। পাত্র তার প্রেমিক করন সিং গ্রোভার। আর এমন ঘোষণা কিন্তু ভারতের সাংবাদ মাধ্য বেশ পাকাপাকি ভাবেই দিয়ে দিয়েছেন। তবে এ নিয়ে বিব্রতকর অবস্থায় আছেন বিপাশা।
মার্চ মাসের ৬ তারিখে বিপাশা বসু তার টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় লিখেছেন, ‘অনুগ্রহ করে বিয়ের বিষয়ে আমার ঘোষণার জন্য একটু অপেক্ষা করুন। যখন আমি ঘোষণা দিতে চাইব অথবা দেব।’ তিনি লিখেছেন, ‘...অনুগ্রহ করে একটু ধৈর্য ধরুন।’
এদিকে যে কারণে সংবাদমাধ্যমের এত হই চই তার পেছনে রয়েছে বিপাশার হাতের আঙুলে দেখতে পাওয়া একটি নতুন আংটি। অনেকেই বলছেন করনের সঙ্গে আংটিবদলের কাজটি সেরে ফেলেছেন বিপাশা।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন