বিনোদন ডেস্ক : নিজের মুখে না বললেও প্রীতির বিয়ের খবর এখন আর অজানা নেই কারোরই। সংবাদ পত্রের মাধ্যমে ইতোমধ্যে সে খবর এখন পুরো বিশ্বই জানেন। তবে বিয়ে নিয়ে এতদিন কোন কথাই বলেননি প্রীতি।
সম্প্রতি লস এঞ্জেলসে বয়ফ্রেন্ড জেনে গুডএনাফের সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন প্রীতি জিনতা। তবে বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি! যা হোক, বিয়ের পর এবার তিনি মুখ খুলেছেন। ফেসবুকে তিনি জানিয়েছেন তার মনের কথা।
প্রীতি লিখেছেন, ‘এতদিন মিস ট্যাগটা আমি হোল্ড করেছিলাম। এতদিনে ‘গুডএনাফ’ কাউকে পেয়েছি যাকে এটা দিয়ে দেওয়া যায়। ম্যারেড ক্লাবে আমিও জয়েন করলাম। আপনাদের সকলকে শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ।’ প্রীতির এই মেসেজ পড়ে আপ্লুত তার ভক্তরা।
বলিউড থেকে সুজান খান, সুরিলি গোয়েল কবীর বেদির মতো প্রীতির বলি ইন্ডাস্ট্রির বন্ধুরা লস এঞ্জেলসে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। এবার রাজস্থানি স্টাইলে মুম্বাইতে গ্র্যান্ড রিসেপশন দেবেন প্রীতি। সেই পার্টিতে নাকি হোস্টের দায়িত্ব পালন করবেন সুপারস্টার সালমান খান!
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন