বিনোদন ডেস্ক : তিনি যখনই বড় পর্দায় এসেছেন, তখনই তাকে নিয়ে অনেক আলোচনায় মেতেছে বিনোদন জগত্। সে আলোচার কারণ বলিউড হোক বা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি। বেশির ভাগ সময়েই তার ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তবে এবার বিতর্ক নয়, কামাল হাসান এবার বিনোদন শিরোনামে সম্পূর্ণ অন্য কারণে।
বেশ কিছু বছর বিরতির পর আবার বড় পর্দায় ফিরে আসছেন এই সুপারস্টার। হিন্দি-তামিল-তেলেগুতে তৈরি হবে তার আগামী ছবি। আর সেই ছবিতে এই প্রথম বার একসঙ্গে কাজ করতে চলেছেন পিতা-কন্যা। হ্যাঁ, এই কমেডি থ্রিলারে একসঙ্গে পর্দায় দেখা যাবে শ্রুতি হাসান এবং কামাল হাসানকে। ছবিতে বাবা-মেয়ের চরিত্রেই পাওয়া যাবে এঁদের।
ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেতা পরেশ রাওয়ালকেও। এপ্রিল মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন টি কে রাজীব কুমার।
গর্বিত বাবা কামাল হাসান জানিয়েছেন, ইতিমধ্যে তার বড় মেয়ে দক্ষিণের বড় তারকা হয়ে গিয়েছেন। অন্যান্য প্রযোজনা সংস্থার মতো তার সংস্থাও বেশ কিছুদিন ধরে শ্রুতির সঙ্গে কাজ করা কথা ভাবছিল। অবশেষে সেই সুযোগ এসেছে।
০৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই