বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া অাহসান বর্তমানে বাংলাদেশের বিনোদন জগতের সিমানা অতিক্রম করে কলকাতার দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠেছেন। তিনি এখন প্রায় কলকাতায় যাওয়া আসা করেন সিনেমার প্রয়োজনে। আর তাই তার কাছে নাকি ঢাকার পরেই প্রিয় শহর কলকাতা।
সিনেমায় অভিনয়ের কারণে অনেক দেশেই যেতে হয় কিন্তু তিনি নাকি ঢাকার পর কলকাতাতেই বেশি উষ্ণতা অনুভব করে থাকেন। কলকাতার মানুষ নাকি অনেক সহৃদয় এবং আন্তরিক। এ ভাবেই কলকাতার প্রশংসা করতে শোনা গেলাে বাংলাদেশের এই খ্যাতনামা অভিনয় শিল্পীর মুখে।
জয়ার চলচ্চিত্রে আগম হয় ২০১০ সালে ‘ডুবসাঁতার’ ছবির মাধ্যমে। যদিও এর আগেই অতিথিশিল্পী হিসেবে মোস্তফা সারোয়ার ফারুকি-র প্রথম ছবি ‘ব্যাচেলার’-এ অভিনয় করেছেন। সাধারণ দর্শক থেকে বিদগ্ধজন, সকলের মনেই ঠাঁই করে নিয়েছেন, দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন, ‘গেরিলা’ আর ‘চোরাবালি’ সিনেমাতে অভিনয়ের জন্য।
তারপর থেকে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন তিনি। বক্স-অফিসেও তুমুল সফল জয়া ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে, পরে টিভি’র নাটক আর এখন সিনেমাতে ছুটিয়ে অভিনয় করছেন। ধ্রুপদী গান আর রবীন্দ্রসঙ্গীতেও তালিমপ্রাপ্ত তিনি।
তার অভিনয়ে মুগ্ধ কলকাতার পরিচালকেরাও, ইতিমধ্যেই অভিনয় করেছেন অরিন্দম শীলের ‘আবর্ত’, ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’তে। বর্তমানে একটি নতুন ছবির কাজে এখন তিনি কলকাতায় রয়েছেন।
০৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই