রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪১:৪৭

তারেকের আমজনতার দলে যোগ দেওয়ার কারণ জানালেন হিরো আলম

তারেকের আমজনতার দলে যোগ দেওয়ার কারণ জানালেন হিরো আলম

বিনোদন ডেস্ক : মো. তারেক রহমানের রাজনৈতিক দল আমজনতার দলে যোগ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। দলে তিনি বড় পদ পেতে পারেন বলে জানা গেছে।

আজ রবিবার আমজনতার দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

তিনি বলেন, আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি তাই তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম।

এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।

হিরো আলম আরো বলেন, আজ সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হব। আজকেই সংবাদ সম্মেলন করে সবকিছু জানাব।

দলের একটি সূত্র জানিয়েছে, আমজনতার দলে বড় পদ পেতে পারেন হিরো আলম। এর আগে বিভিন্ন সময় স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন হিরো আলম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে