মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ১০:৪৫:৪০

এ কি বললেন প্রিয়াঙ্কা!

এ কি বললেন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া অবশেষে স্বীকার করলেন, তার জীবনে ত্রিকোন প্রেমের অস্তিত্ব ছিল। এ কথা তিনি নিজের মুখেই বলেছেন কেলি আর মাইকেলের জনপ্রিয় মার্কিন টিভি শোতে।

এত দিন ধরে বলিউডের যে সব বিবাহিত নায়কদের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের খবর পেয়েছেন তা এই ত্রিকোণ সম্পর্কের কাছে কিছুই না। শাহরুখ খান নন, প্রিয়াঙ্কার ত্রিকোণ প্রেমের নেপথ্যে রয়েছেন অন্য একজন। আসলে, এটা দুজন ফিরিঙ্গি পুরুষ আর দেশি গার্লের ত্রিকোণ প্রেমের কাহিনি।

হয়েছে কী, প্রিয়াঙ্কা তখন পড়াশোনা করছেন মার্কিন মুলুকে। হাই স্কুলের ছাত্রী তখন তিনি। সেই সময়ে প্রিয়াঙ্কা ভালবাসেন স্কুলের একজনকে। আর, প্রিয়াঙ্কাকে ভালবাসেন অন্য একজন।

তো, যিনি প্রিয়াঙ্কাকে ভালবাসেন, তিনি একদিন স্কুলের প্রম-এ তার সঙ্গে নাচার জন্য অনুরোধ জানালেন নায়িকাকে। এবং, ছেলেটিকে ভাল না বাসলেও প্রিয়াঙ্কা স্বীকার করে নিলেন তার প্রস্তাব। কেন?

প্রিয়াঙ্কা জানালেন, ‘ব্যাপারটা খুবই ভয়ানক! আমি যাকে পছন্দ করি, সে আমার জুনিয়র। ফলে, সে আমার ধারে-কাছে এমনিতেই ঘেঁষবে না। ফলে, যে আমায় পছন্দ করে, তার প্রস্তাবটা গ্রহণ করতে বাধ্য হলাম। কেন না, ওর সঙ্গে প্রম-এ গেলে আমার ক্রাশকে দেখতে পাবো! মানছি, ব্যাপারটা ভাল নয়। তবে, সেটা আমি এখন বুঝি’।
৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে