বিনোদন ডেস্ক : বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সালমান খানের বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। গত কয়েক দশক ধরে একটি প্রশ্নই বারবার ঘুরেফিরে আসে- ‘ভাইজান বিয়ে করবেন কবে?’ তবে এবার নিজের বিয়ের জন্য না হলেও, পরিবারের নতুন এক সদস্যকে বরণ করে নিতে মেতে উঠেছেন সালমান।
বিয়ের সানাই বাজতে চলেছে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তবে পাত্র সালমান নন, তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী। সদ্যই ৬০ বছরে পা রেখেছেন বলিউড সুলতান। জন্মদিনের জমকালো উদযাপনের রেশ কাটতে না কাটতেই এল এই খুশির খবর।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সালমানের বোন অলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর ছেলে অয়ন অগ্নিহোত্রী খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘদিনের প্রেমিকা টিনা রিজওয়াহানির সঙ্গেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তিনি।
ইতোমধ্যেই অয়ন ও টিনার বাগদান পর্ব সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাগদানের ছবি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নতুন জুটিকে শুভকামনায় ভাসালেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই সালমান খান। ভাগ্নের বিয়ের খবর শুনে ভক্তদের মনে আবারও পুরোনো প্রশ্ন জেগেছে- তবে কি সালমান সারাজীবন ব্যাচেলরই থেকে যাবেন?
বর্তমানে সালমান খান কঠোর নিরাপত্তার মধ্যে সময় কাটাচ্ছেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। জীবনের ৬০তম জন্মদিনটিও তিনি পরিবারের সঙ্গে মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে উদযাপন করেছেন।
কাজের ব্যস্ততাও কম নয়; সম্প্রতি শেষ করেছেন জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এর শুটিং। নিরাপত্তা আর কাজের ব্যস্ততার মাঝেও ভাগ্নের বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত খান পরিবার।