মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০২:২৬:১৬

রজনীকান্তের বিরুদ্ধে সমন জারি

রজনীকান্তের বিরুদ্ধে সমন জারি

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী ছবির মেগাস্টার রজনীকান্তকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে তামিল নাড়ুর মুদুরাই অ্যাডিশনাল মুনসিফ অাদালত। আজ আদালতে তার হাজির হওয়া তারিখ।

রজনীকান্ত অভিনীত ‘লিঙ্গা’ সিনেমার গল্পচুরি করা হয়েছে এমন একটি মামলার সূত্র ধরে তাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রজনীকান্ত নয় মামলার বাদি কেআর রবি রথিনামসহ ‘লিঙ্গা’ সিনেমার প্রযোজক রকলিন ভ্যাঙ্কটেশ, বি পনকুমার, পরিচালক কেএস রবিকুমার এবং সাউথ ইন্ডিয়ান ফিল্ম রাইটার্স অ্যাসোসিয়েশন ডিরেকটরের সভাপতিকেও আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত জানিয়েছেন, মাদ্রাজ হাই কোর্ট গত মাসে আাগমী ৩০ এপ্রিলের মধ্যে বিচার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এ কারণে তিনি মঙ্গলবার সবাইকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।
৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে