বিনোদন ডেস্ক : মা ১২ লাখ টাকা ঋণগ্রস্ত। এ জন্য তিনি চরম দুশ্চিন্তায় থাকতেন। তা দেখে ঘুম আসত না তার ১৭ বছর বয়সী ছেলের। এক পর্যায়ে ছেলে গোপনে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে দিনরাত পরিশ্রম করে ১২ লাখ টাকা জোগাড় করে। সেই টাকা মায়ের হাতে তুলে দিতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি।
ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৭ বছর বয়সী ওই কিশোরের নাম আমান ফুগ্গল। ব্রিটেনের বাসিন্দা ওই কিশোর তার মাকে অবাক করে দিয়েছে, যা তিনি কল্পনাও করেননি।
ভিডিওতে দেখা যায়, কিশোর আমান তার মায়ের সামনে দাঁড়িয়ে আছে। মায়ের চোখ বন্ধ। আমানকে বলতে শোনা যায়, ‘আমি শুধু বলতে চাই আমি তোমাকে খুব ভালবাসি এবং আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি জানি তুমি আমার জন্য কতটা করেছো। তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ নারী। আমি যা কিছু করি তা তোমার এবং নিজের জন্য।’
আমানের কথা শুনে তার মায়ের চোখে পানি চলে আসে। চোখ বন্ধ করেই তিনি বলেন, ‘আমিও তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমি জানি না আমি কেন কাঁদছি।’ এরপর আমান তার মাকে চোখ খুলতে বলেন। মা চোখ খুলতেই তার দিকে টাকা এগিয়ে দেয় ছেলে। চমকে যান আমানের মা। তাকে বলতে শোনা যায়, ‘আমান, এটা কী?’ এরপর আমানকে শান্তভাবে বলতে শোনা যায়, ‘এটা দশ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকা। এসব টাকা তোমার ঋণশোধের জন্য। এখন থেকে প্রতি মাসে আমি তোমার সমস্ত খরচ মেটাতে সক্ষম। আমি সব ঠিক করে দেব। দয়া করে টাকাটা নাও।’
ছেলে কী করেছে তা বুঝতে পেরে আমানের মা কান্নায় ভেঙে পড়েন। হাউ হাউ করে কাঁদতে শুরু করেন। এরপর দুজন দুজনকে আলিঙ্গন করেন। ভিডিও দেখে ছেলের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।