বিনোদন ডেস্ক : বিশ্ব কাঁপানো রেসলার ডুয়াইন জনসন। যাকে পুরো বিশ্ব চিনেন দ্য রক নামেই। সম্প্রতি সেই রকের বিপরীতে হলিউডে ‘বেওয়াচ’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া।
এ ছবির শুটিং শুরু হয়েছে কানাডার মন্ট্রেলে। তবে এ অল্পদিনেই প্রিয়াঙ্কা পুরো শুটিং ইউনিটের সদস্যদের মন জয় করে নিয়েছেন। যার ফলে প্রিয়াঙ্কাকে সবাই নিজেদের পরিবারের সদস্য বলেই মনে করছেন।
এ নিয়ে রকও খুব উচ্ছ্বসিতি। সম্প্রতি তিনি প্রিয়াঙ্কার সাথে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট দিয়ে লিখেছেন, প্রিয়াঙ্কা আমাদের পরিবারেরই একজন সদস্য। তাকে মনে হয় না সে ভারতীয়।
৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন