মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০৪:২০:৩১

শাওন আমাকে ‘মা’ বলে ডাকেন : মাহি

শাওন আমাকে ‘মা’ বলে ডাকেন : মাহি

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমের উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে নির্মিত ছবি ‘কৃষ্ণপক্ষ’। মেহের আফরোজ শাওন পরিচালিত এ ছবিতে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি অভিনয় করেছেন।

বাণিজ্যিক ধারার ছবির বাইরে এটিই মাহির প্রথম অভিনীত কোন ছবি। এতে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ ও ফেরদৌস। এ ছবিতে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত মাহি। আর সেই উচ্ছ্বাস ধরা পড়েছে তার ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও থেকে।

জানা গেছে, মাহি তার ফেসবুকে নিজেই একটি ভিডিও রেকর্ডিং করে আপলোড করেছেন। সেখানে তিনি বলেছেন ‘কৃষ্ণপক্ষ’ সম্পর্কে। বলেছেন মেহের আফরোজ শাওন প্রসঙ্গে।

সেখানে তিনি জানিয়েছেন, ‘হুমায়ূন আহমেদ স্যারের গল্পে আমি কৃষ্ণপক্ষে কাজ করেছি। আমি আসলেই জানতাম না আমি যে কত বড় কাজ করে ফেলেছি। এর মাঝে আরো বড় পাওনা মেহের আফরোজ শাওন আমাকে 'মাগো' বলে ডাকেন’

এমন আরো অনেক অনেক কিছু জানিয়ে তিনি ভিডিওটি তার ফেসবুকে পোস্ট করেছেন। ভিডিওতে মাহিয়া মাহি আবেগাপ্লুত কণ্ঠে ইমপ্রেস টেলিফিল্মসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পেয়েছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস কৃষ্ণপক্ষ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কৃষ্ণপক্ষ।
৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে