শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৬:১২

খবরটি সত্য : তাহসান খান

খবরটি সত্য : তাহসান খান

বিনোদন ডেস্ক : মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন তাহসান নিজেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহসান বলেন, ‘খবরটি সত্য। জুলাইয়ের শেষ দিক থেকে আমরা আলাদা আছি। এ বিষয়ে এখনো বিস্তারিত জানাতে চাচ্ছি না। সময় হলে সব কিছু প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে জানাতে হচ্ছে। বিস্তারিত সময় নিয়ে পরে জানাব।’

এদিকে, তাহসান-রোজার বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে দুজনের পক্ষ থেকেই বিস্তারিত তথ্য জানানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন তাহসান।

নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে : নাহিদ ইসলাম

এর আগে গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে টানা এক দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে