বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৩:৫১

৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া, যা জানা গেল

৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া, যা জানা গেল

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। বড়পর্দায় যে কাজ করছেন, বিষয়টি তাও নয়। যদিও এক সময় নাটক, সিনেমা, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্রেরে কাজ নিয়েই ব্যস্ততা কেটেছে তার। তবে বর্তমানে নিয়মিত না হওয়ায় কিছুটা কম দেখা যায় তাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী।

শবনম ফারিয়া বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত বিষয় এবং সমসাময়িক নানা ব্যাপারে কথা বলে থাকেন। এবার নিজের অসুস্থতার কথা জানালেন তিনি। গত কয়েকদিন ধরেই নাকি অসুস্থ। এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে অসুস্থতার ব্যাপারে শবনম ফারিয়া লিখেছেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে আমার।’

এ অভিনেত্রী অসুস্থতার ব্যাপারে বলেছেন, ‘৫ জানুয়ারি কথা বলার শক্তি হারালাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার কারণে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে- আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

কণ্ঠস্বরের সমস্যার কারণে বর্তমানে কোনো ফোনও রিসিভ করতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে বলেছেন, ‘আমার অনেক ফোন আসছে। কিন্তু ধরতে পারছি না। খুব জরুরি হলে অনুগ্রহ করে টেক্সট করুন।’

প্রসঙ্গত, শবনম ফারিয়া ছোটপর্দার মাধ্যমে পরিচিতি লাভ করলেও ২০১৮ সালে ‘দেবী’র মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন। সিনেমাটিতে কাজের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে