বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের অভিনয়ের পথ চলা অনেক দিন আগ থেকেই। তিনি যখন অভিনয় শুরু করেন তখন তার সিনেমা জীবনের স্বামী অর্থাৎ অর্জন কাপুর মাত্র ক্লাস টেনে পড়তেন! আর বাল্কির ছবি কি অ্যান্ড কাতে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা যাবে কারিনা কাপুর আর অর্জুন কাপুরকে। কিন্তু কারিনা এই ছোট্ট ছেলেটির সাথে স্ত্রীর ভূমিকায় নাকি দারুণ রসায়নে মজেছেন।
কথাটি জানিয়েছেন অর্জুন কাপুর। অর্জুন বলেছেন, কারিনা কাপুর যখন বলিউডে অভিনয় শুরু করেন, তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। আর তিনি তখন মাত্র ক্লাস টেনে পড়তেন। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক দিন গড়িয়ে গেছে। কিন্তু কারিনার মধ্যে নাকি কোনো পরিবর্তনই তিনি দেখতে পেলেন না।
ছবিতে হাউজ় হাজ়ব্যান্ডের চরিত্রে দেখা যাবে অর্জুন কাপুরকে। ওয়ার্কিং ওয়াইফের চরিত্রে অভিনয় করবেন কারিনা। অর্জুন জানিয়েছেন, এমন একটি চরিত্রে অভিনয় করার জন্য কো-স্টারের সঙ্গে ভালো সম্পর্ক থাকা খুব দরকার। কারিনার সঙ্গে অভিনয় করতে তিনি কমফর্টেবল ছিলেন। কারিনা পেশাদার অভিনেত্রী। ছবির প্রয়োজনে নিজের ২০০ শতাংশ উজার করে দেন তিনি।
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই