শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৮:৫০:৫২

মন খারাপ দীপিকার!

মন খারাপ দীপিকার!

বিনোদন ডেস্ক : বলিউড পাড়ার আদুরে মেয়ে ‘পিকু’ খ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন হলিউডে কাজের সুবাদে রয়েছে টরেন্টোতে। তার ক্যারিয়ারের গ্রাফ এখন যেন তরতর করে উপরের দিকে উঠছে। এদিকে রণবীর সিংহের সঙ্গে প্রেমটাও চলছে বেশ জমিয়ে। সব মিলিয়ে বেশ ভাল সময়ই যাচ্ছে দীপিকার। কিন্তু তা সত্ত্বেও ‘শান্তি’র মনে কেনো জানি খুই অশান্তি। কিছুতেই মন বসছে না টরেন্টোতে।

কিন্তু কি করণে এতো মন ভার নায়িকার? মিস্টার সিং-কে কি খুব মিস করছেন দীপিকা? নাকি অন্য কিছু? না! উত্তর আপনাকে খুঁজতে হবে না। সম্প্রতি ট্যুইট করে নায়িকা জানিয়েছেন তার মন নাকি খুবই খারাপ!

‘এক্স থ্রি’ ছবির শুটিংয়ের জন্য অনেকদিন ধরে দেশের বাইরে রয়েছেন ‘ককটেল গার্ল’। আর এটাই কি তার মন খারাপের কারণ? ঝাঁ চকচকে শহরের মাঝে মুম্বাইয়ের হাওয়া, পরিবার আর সব থেকে বেশি মিস করছেন ইন্ডিয়ান খাবার। সোশ্যাল মিডিয়ায় চাকলি, কলার চিপস-এর একটি ছবি পোস্ট করে দীপিকা জানিয়েছেন তার মন খারাপের কথা।

ভিন ডিজেলের সঙ্গে ‘থ্রি এক্স রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে হলিউড পাড়ায় অভিষেক হতে চলেছে দীপিকার। কিছুদিন আগে মুক্তি পেয়ে এছবিতে দীপিকার লুক। প্রথম দর্শনেই ঝড় তুলেছেন এই বলিউড সুন্দরী। ‘বাজিরাও মস্তানি’ বা ‘পিকু’র মতো ছবি করে চমকে দিয়েছেন সবাইকে৷ সেই সাফল্যের সিঁড়ি ভর করেই পাড়ি দিয়েছিলেন হলিউডে৷
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে