শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৮:৪৪:৫৬

শাহরুখকে নিয়ে যা বললেন আলিয়া ভাট

শাহরুখকে নিয়ে যা বললেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : নাম ঠিক না হওয়া একটি ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট। এ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত আলিয়া।

এদিকে শাহরুখ প্রসঙ্গে আলিয়া ভাট জানালেন, তার মতো মাটির কাছাকাছি মানুষ খুব কম আছে। তিনি একজন অসাধারণ সহ-অভিনেতা।

আলিয়ার বক্তব্য শাহরুখ ভীষণই বাধ্য এবং সকলের সঙ্গে সহযোগিতা করে সেটে কাজ করেন। আলিয়ার দাবি গৌরী এবং শাহরুখের সঙ্গে কাজ করে তিনি বহু কিছু শিখতে পারছেন।

তবে শোনা যাচ্ছিল আলিয়া শহিদ কাপূরের সঙ্গে ‘দিল হ্যায় কি মানতা নেহি’-র রিমেক ও বরুণ ধওয়ানের সঙ্গে’হাম্পটি শর্মা কি দুলহানিয়া’-র সিকুয়েল ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবিতে কাজ করবেন। সে খবর উড়িয়ে দিয়ে আলিয়ার দাবি এরকম কোনও ছবিতে তিনি কাজ করছেন না আপাতত।

আলিয়ার পরবর্তী যে ছবি পর্দায় আসছে তারমধ্যে রয়েছে শকুন বাত্রা পরিচালিত ‘কাপূর অ্যান্ড সন্স’। এই ছবিতে আলিয়ার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং ফওয়াদ খান।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে