শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৮:৫৪:২৭

বাদশার জন্য আজ ঢাকায় আসছেন জিৎ

বাদশার জন্য আজ ঢাকায় আসছেন জিৎ

বিনোদন ডেস্ক : কলকাতার সুপারস্টার জিৎ আজ দুপুরের দিকে প্রথমবারের মত ঢাকায় আসছেন। তিনি যৌধ প্রযোজনার ছবি ‌‘বাদশা’ ছবির শুটিং অংশ নিতেই ঢাকা আসছেন বলে জানা গেছে। তবে কতদিন তিনি ঢাকায় অবস্থান করবেন? তা এখনও জানা যায়নি।

জানা গেছে, বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবির শুটিং ৩ মার্চ থেকে গাজীপুরে শুরু হয়েছে। এতে জিতের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাবা যাদব ও সীমান্ত।

বাদশা ছবির বিশেষ একটি চরিত্রে চিত্রনায়ক ফেরদৌসও অভিনয় করছেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে জিতের সঙ্গে ফেরদৌসের এটিই প্রথম ছবি নয়। এর আগে কলকাতায় ফাইটার নামের আরও একটি ছবিতে জিৎ ও ফেরদৌসকে একসঙ্গে দেখা গেছে।

প্রসঙ্গত, ছবির শুটিংয়ে অংশ নিতে গত ৩ মার্চ জিতের ঢাকায় আসার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে আসেননি। এ ছবিতে অভিনয়ের জন্য এক কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছিলেন জিৎ। তবে শেষ অব্দি কত টাকা নিচ্ছেন সেটি এখনও অজানা সবার কাছে।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে