শনিবার, ১২ মার্চ, ২০১৬, ১০:৪৫:২১

৩ বার তাজমহল বেচে দিয়েছিলেন ‘মিস্টার নটবরলাল’, কে সেই ব্যক্তি?

৩ বার তাজমহল বেচে দিয়েছিলেন ‘মিস্টার নটবরলাল’, কে সেই ব্যক্তি?

বিনোদন ডেস্ক : সম্রাট শাজাহানের তাজমহল বেচে দিয়েছে এক ব্যক্তি। তাও আবার এক বার দুই বার নয়, তিন তিন বার। এতেই অবাক হচ্ছেন! এখানেই শেষ নয়, বিক্রি করে দিয়েছিলেন রেড ফোর্ট ও রাষ্ট্রপতি ভবনও।

ভারতের ইতিহাসে বিখ্যাত সেই প্রতারকের নাম নটবরলাল। হ্যাঁ, তাকে নিয়েই অমিতাভ বচ্চনের ছবি ‘মিস্টার নটবরলাল’।

বিহারের সিবান জেলার বাংরা গ্রামে জন্ম সেই এই নটবরলালের। তার আসল নাম মিথিলেশ কুমার। পেশায় আইনজীবী ছিলেন তিনি। তবে মানুষকে প্রতারণার কাজটাই পেশা হিসেবে নিয়ে নেন নটবরলাল।

নানারকম ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে টাকা নেওয়াটাই হয়ে ওঠে তার নেশা। বাদ যাননি টাটা, বিড়লা, অম্বানি, মিত্তলও। বড় বড় সব শিল্পপতিদেরও অনায়াসে ঠকিয়েছেন তিনি। সেখানেই শেষ নয় অন্য কারও সই নকল করতে পারতেন নিখুঁতভাবে।

ভারতের একের পর এক ঐতিহাসিক মিনার বিক্রি করে দিয়েছিলেন সাফল্যের সঙ্গে। তাজমহল, রেড ফোর্ট, রাষ্ট্রপতি ভবন এমনকি ৫৪৫ জন সদস্য সহ বেচে দিয়েছিলেন দেশের সংসদ ভবনও। তার এই প্রতারণার পন্থা পরে অনেককেই উৎসাহিত করেছে।

১০০-রও বেশি মামলায় অভিযুক্ত ছিলেন নটবরলাল। দেশের আটটি রাজ্যে পুলিশের খাতায় নাম ছিল তাঁর। সব মিলিয়ে ১১৩ বছরের জেল হয়েছিল। কিন্তু, তিনি সর্বসাকুল্যে মোট ২০ বছর জেল খাটেন।

যতবারই তাঁকে গ্রেফতার করা হত, ততবারই পালিয়ে যেতেন তিনি। একবার তো পুলিশের পোশাক চুরি করে পরে সদর্পে হেঁটে জেল থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি।

১৯৯৬ সালে শেষবার তাঁকে গ্রেফতার করা হয়। তখন তাঁর বয়স ৮৪ বছর। অসুস্থ থাকায় তাঁকে যখন জেল থেকে বের করে নিয়ে আসা হচ্ছিল সেইসময় স্টেশন থেকে উধাও হয়ে যান তিনি। আর তাঁকে দেখা যায়নি।

তাঁর মৃত্যুও রয়ে গিয়েছে রহস্যেই। তাঁর আইনজীবীর মতে তাঁর মৃত্যু হয় ২০০৯ সালের ২৫ জুলাই আবার তাঁর ভাই বলেন ১৯৯৬ তে রাঁচিতে তাঁর মৃত্যু হয়েছে।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে