বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া গান গেয়েছিলেন ‘এক্সয়টিক’ অ্যালবামে পিটবুলের সঙ্গে। এবার একই শিল্পীর সাথে আরেকটি মিউজিক ভিডিওতে তার সঙ্গে দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজকে। তবে এখানে তিনি গান নয়, গান গাওয়ার অভিনয় করবেন।
জানা গেছে, র্যাপার পিটবুলের পরবর্তী ভিডিওতে দেখা যাবে জ্যাকুলিনকে। ‘কিক’ তারকা জ্যাকুলিন ফার্নান্দেজকে আগামী মার্চের শেষে বা এপ্রিলে কাজ শুরু করবেন তিনি।
একই সঙ্গে শোনা যাচ্ছে, ‘কুইন’ তারকা কঙ্গনা রনৌত নাকি এই প্রজেক্টে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এতে জ্যাকুলিন কাজ করছেন।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন