বিনোদন ডেস্ক : দীপিকা পাডুকোনের সাথেই জড়িয়ে আছে দুই রণবীর। তাদের একজন বর্তমান আরেকজন সাবেক। এবার দীপিকার সেই বর্তমান ও সাবেক দুই প্রেমিক হাজির হচ্ছেন একই সঙ্গে একই ছবিতে।
পরিচালক জয়া আখতারের পরবর্তী ছবিতে বলিউডের এই দুই রণবীরকে এক সাথে দেখা যাবে। এরমধ্যে রণবীর কাপুর দীপিকা পাড়ুকোনের প্রাক্তন প্রেমিক, আর রণবীর সিং বর্তমান প্রেমিক।
এদিকে এই দুই দীপিকার সাবেক ও বর্তমান হলেও তাদের মধ্যে কিন্তু সম্পর্ক বেশ ভালো। শহিদ কাপুর এবং সাইফ আলী খানের মতো ঠান্ডা যুদ্ধা তাদের মধ্যে দেখা যায়নি।
গত সপ্তাহে জয়া আখতারের বাড়িতে গিয়েছিলেন রণবীর কাপুর। তার সঙ্গে ছিলেন অয়ন মুখার্জী ও কিরণ রাও। আর এর দুইদিন আগে রণবীর সিংকে দেখা গেল জয়ার বাড়িতে যেতে। তারপর থেকেই শোনা যাচ্ছে, দুই রণবীরকে নাকি একই ছবিতে সই করাতে চান জয়া আখতার।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন