শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৪:২৮:৪৪

এবার হাঁটুর বয়সী শ্রদ্ধার প্রেমে দিওয়ানা হবেন সঞ্জয় দত্ত!

এবার হাঁটুর বয়সী শ্রদ্ধার প্রেমে দিওয়ানা হবেন সঞ্জয় দত্ত!

বিনোদন ডেস্ক : বলিউডের মুন্না ভাইখ্যাত অভিনেতা ৫৬ বছরের সঞ্জয় দত্তকে এবার দেখা যাবে ২৭ বছরের শ্রদ্ধা কাপুরের প্রেমে দিওয়ানা হতে! আর এ নিয়েই এখন বলিউডে চলছে নানা জল্পনা। কেমন হবে তাদের রসায়ন? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নাম ঠিক না হওয়া ছবিটি তৈরি হচ্ছে মধ্যবয়সি এক পুরুষের সঙ্গে এক যুবতীর ভালবাসার গল্প নিয়ে। আদতে এই ছবিটি একটি অ্যাকশন থ্রিলার। ছ’টি দেশে শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। পুণের ইয়েরওয়াড়া জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই ছবিতেই প্রথম চুক্তি করেন সঞ্জয় দত্ত।

এ ছবিতে শ্রদ্ধার পাশাপাশি বলিউডের অন্য দুই অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আলিয়া ভট্টের কথা ভাবা হয়েছিল। কিন্তু কিছুতেই শিডিউল পাওয়া যাচ্ছিল না তাদের। তাই চূড়ান্ত করা হল ‘আশিকি টু’ তারকা শ্রদ্ধাকেই। শক্তি কাপুরের সঙ্গে নিজের প্রথম ছবি সুনীল দত্ত পরিচালিত ‘রকি’(১৯৮১)-তে অভিনয় করেছিলেন সঞ্জয়। আর এবার মেয়ের সঙ্গে। এখন দেখার বিষয় এই রসায়ন কতটা জমাট হয়।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে