শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৫:২৫:৫৫

বলুন তো, ছবির মানুষগুলো কারা?

বলুন তো, ছবির মানুষগুলো কারা?

বিনোদন ডেস্ক :  ‘আহ স্মৃতি! সহসা না তারে মুছা যায়, সে তো হাঁটু-গেড়ে বসে থাকে হৃদয়ের আঙ্গিনায়’ ঠিক এমনই অবস্থা হয়েছে বলিউড নবাব সাইফ আলী খানের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংহর ক্ষেত্রে।

সম্প্রতি তিনি স্মৃতি হাতরে পেয়েছেন ১৯৯১ সালের একটি ছবি। যা তিনি তার ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করেছেন। যে ছবিতে তিনি আর সাইফ আলী খান ছিলেন সদ্য বিবাহিত। তাদের সাথে ছিলেন সে সময়কার কিশোরী সোহা আলী খান।

১৯৯১ সালে একটি ফিল্মি পার্টিতে তুলেছিলেন সে ছবিটি। ছবিটির বাঁদিকের তরুণটি হচ্ছে আজকের ছোট নবাব সাইফ আলী খান। পাশেই তার সদ্য বিবাহিত স্ত্রী অমৃতা সিংহ। আর তাদের সামনে দাঁড়ানো ছোট্ট সোহা আলী খান।

অমৃতার সঙ্গে ২০০৪-এ বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে সাইফ আলী খানের। এখন তিনি কারিনা কাপুরের সঙ্গে চুটিয়ে দাম্পত্য জীবন এনজয় করছেন। কিন্তু অমৃতার সঙ্গে সাইফের পরিবারের সম্পর্ক কিন্তু এখনও রয়েছে। বিশেষ করে সোহার সঙ্গে বন্ধুত্ব রয়েছে তার। সাইফ-অমৃতার দুই ছেলেমেয়ে সারা এবং ইব্রাহিমের সঙ্গেও খান পরিবারের সকলের সম্পর্ক বেশ ভাল। তাই এতদিন পর হঠাত্ করে খুঁজে পাওয়া ছবিটি শেয়ার করেছেন অমৃতা।  
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে