বিনোদন ডেস্ক : আজ থেকে প্রায় দু’দশক আগে মারা গিয়েছিলেন সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মা। মারা যাওয়ার আগে তিনি একটি চিঠি লিখেছিলেন। এবার সেই চিঠিটি ফাঁস করেছেন রিচা এবং সঞ্জয়ের মেয়ে ত্রিশলা।
সঞ্জয় দত্ত যখন জেল থেকে ছাড়া পেলেন, তার কিছুদিন আগে ত্রিশলা চিঠিটি প্রকাশ করেছিলেন। ট্যুইটারে তিনি লিখেছিলেন, ‘আমি একটি নোট খুঁজে পেয়েছি, যেটা মা মারা যাওয়ার আগে লিখেছিলেন। প্রায় ২১ বছরেরও বেশি আগে। এখন আমি বুঝতে পারছি, কোথা থেকে আমি আমার লেখার হাত পেয়েছি।’
নোটে লেখা ছিল, ‘আমরা একসঙ্গে হাঁটি। প্রত্যেকে তার নিজের পথ বেছে নেয়। আমি আমারটা বেছে নিয়েছি। আমি কি অন্য সুযোগ পাব? সময়ই বলবে সবকিছু। আমি অপেক্ষা করব। যদি অনেকটা সময় হয়, তাও। আমার এখনো আশা আছে। আমার অভিভাবর পরীরা আমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আমার স্বপ্ন অপেক্ষা করছে। তারা বাহু ছড়িয়ে আমাকে স্বাগত জানাবে...।’
১৯৮৭ সালে রিচাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। এক বছর পর জন্ম হয় ত্রিশলার। কিন্তু মেয়ের জন্মের দু’মাস পর ক্যান্সার ধরা পড়ে রিচার। তিনি মারা যান।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই