শনিবার, ১২ মার্চ, ২০১৬, ১০:০৪:৩৯

আমির খানকে আদালতে তলব

আমির খানকে আদালতে তলব

বিনোদন ডেস্ক : বম্বে হাইকোর্ট গতকাল এক সমাজসেবীর জমা দেয়া পিআইএল-এর ভিত্তিতে অভিনেতা আমির খান ও একটি বেসরকারি চ্যানেলের থেকে ‘সত্যমেব জয়তে’ ব্যবহার করার কারণ জানতে চেয়েছে। সমাজসেবী মনোরঞ্জন রায় আদালতে তার জমা দেয়া আবেদন পত্রে বলেন, রাষ্ট্রীয় প্রতীকের একটা অংশ এই ‘সত্যমেব জয়তে’। কিন্তু সেই প্রতীককে রাজ্য সরকারের আওতায় ব্যবহার করা আইন বিরুদ্ধ।

তবে এই আবেদন পত্রের পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় এক হলফনামা জমা দিয়ে দাবি করে, রাজ্যের আওতায় এর আংশিক ব্যবহার আইন বিরুদ্ধ নয়। আইন অনুযায়ী রাষ্ট্রের প্রতীকের সম্পূর্ণ ব্যবহার নীতিবিরুদ্ধ। কিন্তু সেটা একটা টিভির অনুষ্ঠানে ব্যবহার কোনো ভাবেই ভারতীয় আইন লঙ্ঘন করে না।

তবে সরকারের এই জবাবের পাল্টা আদালত জানতে চেয়েছে আগামীদিনে কেউ যদি রাষ্ট্রের প্রতীক সম্পূর্ণ ব্যবহার করে, তাহলেও কি সরকার একই কথা বলবে? বিচারক এ.এস ওকা এবং জি.এস কুলকার্নির ডিভিশন বেঞ্চ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অনিল সিংহকে আগামি ২০ এপ্রিল সরকারের বক্তব্যের হলফনামা জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। একই নির্দেশ দেয়া হয়েছে আমির খান ও সেই বেসরকারি চ্যানেলকেও।

উল্লেখ্য, ‘সত্যমেব জয়তে’ হচ্ছে একটি অনুষ্ঠান যা এক বেসরকারি চ্যানেলে ২০১২ ও ২০১৪ সালে সম্প্রচার করা হয়েছিল। অনুষ্ঠানটি বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে তৈরি হয়।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে