বিনাদন ডেস্ক : মাস খানেক আগে সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেল, সব জায়গায় হইচই পড়ে গিয়েছিল বিরাট কোহলি আর অনুশকা শর্মাকে নিয়ে। কেন তারা সম্পর্ক শেষ করেছেন এটি ছিল অজানাই। ক্রিকেট থেকে সিনেমার সব ফ্যানরাই এতে খানিকটা হতাশ হয়েছিলেন, অবাকও হয়েছিলেন।
কেন সম্পর্কে ফাটল ধরে তা নিয়ে নানা মুনির নানা মত ছিল। তবে বলা হচ্ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর বিরাট অানুশকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে নিজের ক্যারিয়ারকে বেছে বিয়ে নাকচ করে দেন অনুশকা। তাতেই সম্পর্কে ভাঙন ধরে। তবে অনেকবার প্রশ্ন করেও বিরাট বা অানুশকার কাছে কোনো উত্তর পাওয়া যায়নি।
অানুশকার এক ঘনিষ্ট বন্ধুর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, আসল কারণ অন্য কিছু। তবে কী সেটা? হ্যাঁ, টাকার জন্যই দু’জনের পথ আলাদা হয়ে যায়। অানুশকার ওই বন্ধু জানিয়েছেন, অনুরাগ কাশ্যাপের সিনেমা 'বম্বে ভেলভেট' ছবিতে বিরাট ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।
প্রায় ১২০ কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি একেবারেই ভালো ফল করতে পারেনি বক্স অফিসে। মাত্র ২৪ কোটি টাকা রোজগার করে ছবিটি। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। এরপর বিরাট অানুশকার সঙ্গে টাকার অঙ্ক নিয়ে কথা বলতে গেলে সম্পর্কে ইতি টানেন অানুশকা।
১২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম