বিনোদন ডেস্ক : এবার অভিনেত্রী ইশারা'র ঠোটে শুনবেন পরশীর গান। দারুণ কথা-সুরে আপনিও হারিয়ে যাবেন অন্য জগতে। কারণ একটু বেশি যত্ন নিয়ে গানটি করেছেন এ সময়ের জনপ্রিয় শিল্পী সাবরিনা পড়শী।
অবশ্য এরই মধ্যে অনেকগুলো চলচ্চিত্রে গান করেছেন পরশী। তার বেশকিছু গান জনপ্রিয়তাও পেয়েছে। সেই তালকায় এবার যুক্ত হতে যাচ্ছে ‘তুই যে কে আমার তুই বল’।
সোহানুর রহমান সোহান পরিচালিত নতুন ছবি ‘জেদি’-এ নতুন এ গান গাইলেন পড়শী। গত সপ্তাহেই পড়শী গানটিতে কণ্ঠ দিয়েছেন। মনিরুজ্জামান মনিরের লেখ গানটির সুর-সংগীতায়োজন করেছেন জাভেদ আহমেদ কিসলু।
পরশী জানালেন, অনেক সুন্দর কথা-সুরের একটি গান। এ কারণেই গানটি একটু বেশি যত্ন দিয়ে গেয়েছি। আমার নিজের কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।
‘জেদি’ ছবিতে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে এখানে অভিনয় করছেন নবাগতা ঈশারা। ছবিটির শুটিং গত বছর শুরু হয়েছিল। চলতি সপ্তাহে আবারও ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। ঢাকা ও এর আশপাশেই ছবিটির শুটিং করবেন বলে জানিয়েছেন পরিচালক সোহানুর রহমান সোহান।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস